ঢাকা ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ভ্যানচালক হত্যা মামলায় গ্রেফতার ৩

চুয়াডাঙ্গায় ভ্যানচালক হত্যা মামলায় গ্রেফতার ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইন্দিপুরে ভ্যানচালক আলমগীর হত্যা মামলায় তিনজনেক গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি)।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল এলাকায় অভিযান চালিয়ে তাদরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জেলার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের সবদ আলীর ছেলে জিনারুল হক (৪০), একই উপজেলার আইন্দিপুর গ্রামের মৃত হাফিজুলের ছেলে ইমরান (২৪) এবং মনির উদ্দিনের ছেলে মাসুম (২০)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।

এ সময় তিনি বলেন, গত ৪ঠা অক্টােবর সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছাতিয়ানতলা মাঠের ভাইমারা (জিয়া) খালে কচুড়িপানার নিচ থেকে ভ্যান চালক আলমগীর হােসেন আলম এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা নিহতের মা জহুরা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, এঘটনায় তদন্ত এবং মামলার আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গত ২০শে অক্টােবর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইমরান ও মাসুমকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মুন্সিগঞ্জ জেলা থেকে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিনারুল হককে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, মামলার অন্যতম আসামী ইমরানের কাছে জিনারুল ২০ হাজার টাকা পেতো। এই টাকা পরিষোধেই দুজনে মিলে আলমগীর হােসেন আলমকে হত্যা করে পাখিভ্যান ছিনতাই করে। পরে পাখিভ্যানটি ৪৮ হাজার টাকায় বিক্রয় করে প্রত্যেকে ১৬ হাজার টাকা করে সমান ভাগ করে নেয়। গ্রেফতারকৃত আসামী জিনারুল হক বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

চুয়াডাঙ্গা,ভ্যানচালক হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত